নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। ডায়াবেটিস দিবসে এবারের প্রতিপাদ্য, “ডায়াবেটিস সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই”।
দিবসটি উদযাপন উপলক্ষে আজ শনিবার(১৪নভেম্বর)বেলা ১১টায় নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী ঢাকার আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মো. গোলাম মোস্তফার নেতৃত্বে একটি শোভাযাত্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়।
উক্ত শোভাযাত্রায় উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক, সেবিকা, টেকনোলজিস্ট, সিএইচসিপির সদস্যগনসহ স্থানীয় সাংবাদিকরা অংশ গ্রহন করেন।