মো. মোশারফ হোসাইন: মুজিব বর্ষে সাংস্কৃতিক কর্মকান্ডকে বেগবান করতে শেরপুর জেলার নকলা উপজেলা শিল্পকলা একাডেমীর জন্য আধুনিক মিউজিক্যাল সরঞ্জমাদি প্রদান করা হয়েছে। নকলা উপজেলা শিল্পকলা একাডেমীকে একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং নকলাবাসীকে অধিকতর সুন্দর ও উপভোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেওয়ার লক্ষে এডিপির অর্থায়নে একসেট আধুনিক মিউজিক্যাল সরঞ্জমাদি প্রদান করা হয়।
১০ আগস্ট সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমানের অফিস কক্ষে এসকল মিউজিক্যাল সরঞ্জমাদি উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রশিদ ও প্রশিক্ষকগণের হাতে তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে মিউজিক্যাল সরঞ্জমাদি বিতরণের সময় অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি, সদ্য পদায়ন প্রাপ্ত ইউএনও) তাহমিনা তারিন, উপজেলা শিল্পকলা একাডেমীর সংঙ্গীত প্রশিক্ষক বজলুর রশিদ ও তবলা প্রশিক্ষক আশীষ কুমার দাস প্রমুখ উপস্থিত ছিলেন।