মো: মঞ্জুরুল আহসান: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে নালিতাবাড়ী-নাকুঁগাও মহাসড়কের নয়াবিল বাজারে রাস্তা পারাপারের সময় ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় ব্যাটারী চালিত অটোবাইক মিনহাজ (৬) নামে এক শিশুকে চাপা দেয়। নিহত শিশু মিনহাজ রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় শিশু মিনহাজ নয়াবিল বাজারে নালিতাবাড়ী-নাকুঁগাও মহাসড়কের একপাশ থেকে পার হয়ে অপর পাশের্^ যাচ্ছিল। এসময় চারালি বাজার থেকে ছেড়ে আসা নালিতাবাড়ী বাজারগামী একটি ব্যাটারী চালিত অটোবাইক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা আহতাবস্থায় মিনহাজকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন অটো বাইকটি জব্দ করা হয়েছে।