শেরপুর প্রতিদিন ডট কম

Home তথ্য ও প্রযুক্তি ২৫ বছর ধরে মানুষের কৌতুহল মেটাচ্ছে গুগল
২৫ বছর ধরে মানুষের কৌতুহল মেটাচ্ছে গুগল

২৫ বছর ধরে মানুষের কৌতুহল মেটাচ্ছে গুগল

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলের জন্মদিন আজ। ১৯৯৮ সালের ২৭ সেপ্টেম্বর বড় আকারের সার্চ ইঞ্জিন তৈরির ধারণা নিয়ে কাজ শুরু করেন ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। সে হিসেবে গুগলের ২৫তম জন্মদিন আজ। অর্থাৎ ২৫ বছর ধরে মানুষের কৌতুহল মেটাচ্ছে গুগল।

জন্মদিন উদযাপনে গুগল বিশেষ ডুডল তৈরি করেছে। এ ছাড়া ব্যবহারকারীদের ধন্যবাদ দিয়েছে গুগল। গুগলের শুরুটা হয়েছিল কীভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছে সার্চ ইঞ্জিনটি। ১৯৯৮ সালের আজকের দিনে কম্পিউটার বিজ্ঞানের দুই আমেরিকান শিক্ষার্থী ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের প্রকল্প হিসেবে শুরু করেছিল এ সার্চ ইঞ্জিন। এখন বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন ও ইন্টারনেটের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে গুগল। প্রতিদিন শত শত কোটি বেশি অনুসন্ধানের জবাব দেয় সার্চ ইঞ্জিনটি। 
গুগল সার্চ ইঞ্জিনের শুরুতে নাম রাখা হয়েছিল গুগোল (googol)। এর অর্থ হলো, একটি সংখ্যার পেছনে ১০০ শূন্য। কিন্তু কোম্পানি নিবন্ধনের সময় বানান ভুল হওয়ার কারণে এর নাম গুগল (Google) হয়ে যায়। ১৯৯৮ সালে গুগল ১ লাখ ডলার বিনিয়োগের মাধ্যমে যাত্রা শুরু করে। সেই বিনিয়োগ করেছিলেন সান মাইক্রোসিস্টেমের সহপ্রতিষ্ঠাতা অ্যান্ডি বেসটোলসহাইম। বর্তমানে ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি গুগল।

সার্চ ইঞ্জিন হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে আরও নতুন নতুন ফিচার নিয়ে গ্রাহকের কাছে হাজির হয়েছে গুগল। গুগলের পণ্য ও সেবার মধ্যে রয়েছে ই-মেইল সেবা জিমেইল, ম্যাপস, ক্লাউড, ওয়েবসাইট দেখার মাধ্যম ক্রোম, ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব, ওয়ার্কস্পেস, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ক্লাউডে তথ্য সংরক্ষণের ড্রাইভ, অনুবাদের জন্য ট্রান্সলেট, ছবি রাখার জন্য ফটোজ, ভিডিও কল করার মিট, স্মার্ট বাড়ির জন্য নেস্ট, পিক্সেল স্মার্টফোন, পিক্সেল ওয়াচ ও ফিটবিট, গান শোনার ওয়েবসাইট ইউটিউব মিউজিক, ভিডিওর জন্য ইউটিউব টিভি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির গুগল অ্যাসিস্ট্যান্ট, মেশিন লার্নিং এপিআই টেনসরফ্লো, এআই চিপস টিপিইউ। এতো সংখ্যক সেবার পরও প্রায়ই নিত্য নতুন ফিচার নিয়ে আসছে এই প্রযুক্তি জায়ান্ট।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here