শেরপুর প্রতিদিন ডট কম

Home স্বাস্থ্য ডেঙ্গু সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে
ডেঙ্গু সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে

ডেঙ্গু সংক্রমণ থেকে শিশুদের রক্ষা করবেন যেভাবে

ডেঙ্গুর চোখরাঙানি ক্রমেই বাড়ছে। হাসপাতালে যেমন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও। এই সময় শিশুদের জ্বর হলে অভিভাবকদের বাড়তি সতর্কতা নিতে বলছেন চিকিৎসকেরা। শিশুদের জ্বর হলে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের নির্দেশে রক্ত পরীক্ষা করাতে হবে।

ডেঙ্গুর হানা থেকে কীভাবে শিশুদের রক্ষা করবেন?

১) বাড়িতেই হোক কিংবা স্কুলে, শিশুদের সব সময় মশা তাড়ানোর ক্রিম গায়ে মাখিয়ে রাখুন। এ ছাড়া, ফুলহাতা জামা আর ফুল ট্রাউজার্স পরিয়ে রাখুন।

২) অভ্যাস না থাকলেও শিশু আর নিজের স্বাস্থ্যের কথা ভেবে বর্ষার সময় মশারির ভেতর ঘুমানোর অভ্যাস করতে হবে।

৩) বাড়ির চারপাশে যেন কোনোভাবেই পানি না জমতে পারে, সেদিকে কড়া নজর রাখুন। প্রয়োজনে কর্পোরেশন, স্থানীয় পৌরসভায় যোগাযোগ করু। জানালায় মশা আটকানোর নেট লাগিয়ে রাখুন।

৪) ভেষজ কোনো কোনো ধূপেও মশা যায়। সেসব প্রয়োগ করতেই পারেন বাড়িতে। মশা তাড়ানোর জন্য কর্পূর জ্বালিয়ে রাখতে পারেন । ইউক্যালিপটাস, তুলসী, লেমনগ্রাস— এই সব গাছ কিনে বাড়িতে রাখতে পারেন। এদের গন্ধে মশা দূরে থাকে।

৫) শিশুদের রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধির জন্য ডায়েটের উপর নজর দিতে হবে। খুদেকে বেশি করে ব্রকোলি, দই, টকজাতীয় ফল, পালংশাক, বাদাম খাওয়াতে হবে। শুধু তা-ই নয়, শিশু যেন বেশি করে পানি খায়, সেদিকেও নজর রাখতে হবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here