জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়িয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।
এই কমিশন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি তেল পরিবহন ও উত্তোলন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, এখন প্রতি ১০০ টাকার অকটেন বিক্রিতে পাম্প মালিকেরা ৪ টাকা ২৮ পয়সা, পেট্রোলে ৪ টাকা ৩৪ পয়সা, কেরোসিনে ২ টাকা, এবং ডিজেলে ২ টাকা ৮৫ পয়সা কমিশন পাবেন।
এর আগে ডিজেলে ২ শতাংশ, পেট্রোলে ৩ শতাংশ এবং অকটেনে ৪ শতাংশ কমিশন ছিল।
চলতি মাসের শুরুতে ৩ সেপ্টেম্বর, এই কমিশন বৃদ্ধির দাবিতেই তেল উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন পেট্রোল পাম্প মালিকদের একাংশ। এরপর সরকারের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।