শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়াল সরকার
জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়াল সরকার

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়াল সরকার

জ্বালানি তেল বিক্রিতে কমিশন বাড়িয়েছে সরকার। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

এই কমিশন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি তেল পরিবহন ও উত্তোলন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন প্রতি ১০০ টাকার অকটেন বিক্রিতে পাম্প মালিকেরা ৪ টাকা ২৮ পয়সা, পেট্রোলে ৪ টাকা ৩৪ পয়সা, কেরোসিনে ২ টাকা, এবং ডিজেলে ২ টাকা ৮৫ পয়সা কমিশন পাবেন।

এর আগে ডিজেলে ২ শতাংশ, পেট্রোলে ৩ শতাংশ এবং অকটেনে ৪ শতাংশ কমিশন ছিল।

চলতি মাসের শুরুতে ৩ সেপ্টেম্বর, এই কমিশন বৃদ্ধির দাবিতেই তেল উত্তোলন বন্ধ করে দিয়েছিলেন পেট্রোল পাম্প মালিকদের একাংশ। এরপর সরকারের আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =