শেরপুর প্রতিদিন ডট কম

Home জাতীয় চার কর্মকর্তাকে বদলি করল ডিএনসিসি
চার কর্মকর্তাকে বদলি করল ডিএনসিসি

চার কর্মকর্তাকে বদলি করল ডিএনসিসি

রাজস্ব বিভাগের চাহিদা ও রাজস্ব আদায়ের বৃহত্তর স্বার্থে চার কর্মকর্তাকে বদলি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক একটি অফিস আদেশ জারি করে এই চার কর্মকর্তাকে বদলির তথ্য জানান।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ডিএনসিসির রাজস্ব বিভাগের চাহিদা ও রাজস্ব আদায়ের স্বার্থে এই কর্মকর্তাদের বদলি করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে বদলিকরা কর্মস্থলে যোগদান করতে হবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, কর কর্মকর্তা মনোয়ার হোসেনকে রাজস্ব বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া অঞ্চল ৪ এর কর কর্মকর্তা আবুল কালাম আজাদকে অঞ্চল ১ এ বদলি করা হয়েছে, অঞ্চল ৩ এর কর্মকর্তা রাকিবুল হাসান মিরাজকে অঞ্চল ৪ এ এবং সাধারণ প্রশাসন শাখার সহকারী সচিব মামুনুর রশিদ অঞ্চল ৩ এর কর কর্মকর্তা হিসেবে হিসেবে বদলি করা হয়েছে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here