মেহেদী হাসান শামীম, স্ট্যাফ রিপোর্টার: শেরপুরের শ্রীবরর্দী উপজেলার পৌর এলাকার জালকাটা মহল্লার শাহজাহান ওরফে সাজা (৪৫) কর্তৃক দুই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। সাজা জালকাটা এলাকার মৃত মফিজল হকের ছেলে এবং পাঁচ সন্তানের জনক। আজ রবিবার শ্রীবরদী থানায় ভিকটিমের মা বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। মামলা হওয়ার পরেই সাজাকে পুলিশ গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। শিশু বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
মামলার এজাহার ও বাদীর দেওয়া তথ্য মতে, ঘটনার দিন শিশুর বাবা বাড়ীর পাশে খালে মাছ ধরতে ছিল। শিশুটি বাবার খোঁজে কান্নাকাটি করা অবস্থায় সাজা মিয়া শিশুকে বাবার কাছে পৌঁছে দেওয়ার কথা বলে বাড়ী থেকে নিয়ে যায়। পরে শিশুকে বাবার কাছে না নিয়ে সাজা ধর্ষণ করার উপক্রম হলে শিশুর চিৎকারে মানুষজন চলে আসে। সাজা পালিয়ে যায়।তবে মামলার বাদীর দাবি, তার কন্যা ধর্ষণের শিকার হয়েছে। আজ দুপুর নাগাদ ওই শিশুর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান ছিদ্দিকি বলেছেন, আসামি গ্রেফতার ও জোর তদন্ত চলছে।