শেরপুর প্রতিদিন ডট কম

Home ময়মনসিংহ বিভাগ শেরপুর জেলা শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শেরপুরের শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি : ২০২৩-২৪ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় শেরপুরের শ্রীবরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে ৪০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে মাষকলাই বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন, কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান, এসএপিপিও জাকির হোসেন, উপ-সহকারি কৃষি অফিসার শওকত আকবর প্রমূখ।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here