শেরপুর প্রতিদিন ডট কম

Home তথ্য ও প্রযুক্তি বাড়তি দামে বাজারে আসছে আইফোন ১৫ প্রো
বাড়তি দামে বাজারে আসছে আইফোন ১৫ প্রো

বাড়তি দামে বাজারে আসছে আইফোন ১৫ প্রো

অ্যাপলের নতুন আইফোন লাইনআপ আসছে আগামী ১২ সেপ্টেম্বর। ‘ওয়ান্ডারলাস্ট’ ইভেন্টে অ্যাপলের আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেল উন্মোচন করা হবে।

জানা গেছে, মার্কিন প্রযুক্তি জায়ান্ট কোম্পানিটি আইফোন ১৫ প্রো মডেলের দাম ১০০ থেকে ২০০ ডলার পর্যন্ত বাড়াতে পারে। মূলত টাইটানিয়াম চেসিস ও উন্নত ক্যামেরার কারণে এ দাম বৃদ্ধি হচ্ছে। গ্যাজেট ৩৬০।

বিশ্লেষক লুক ইন জানিয়েছেন, স্টেইনলেস স্টিলের পরিবর্তে টাইটানিয়াম চেসিস ও পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম ব্যবহার করার কারণে আইফোন ১৫ প্রোর দাম বৃদ্ধি পাবে। পেরিস্কোপ ক্যামেরা সিস্টেমটি ৫-৬ গুণ বেশি অপটিক্যাল জুম করতে পারবে।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two + 6 =