সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বিপুল ভোটে মেয়র নির্বাচিত হওয়ায় বিকল্পধারা বাংলাদেশের যুক্তরাজ্য শাখার নেতারা তাকে অভিনন্দন জানিয়েছেন। বিকল্পধারা যুক্তরাজ্য শাখার পক্ষে সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অহিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল হক ও সহ-সভাপতি মিছবাহ জামাল আজ বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে এই অভিনন্দন জানান। বিকল্পধারার যুক্তরাজ্য শাখার নেতারা বিবৃতিতে আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিপুলভোটে বিজয়ী করায় সিলেট সিটির নাগরিকদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের বিশ্বাস যে নবনির্বাচিত মেয়র সিলেট সিটির উন্নয়ন এবং নাগরিকদের কল্যাণে কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও সততার সাথে কাজ করবেন এবং সিলেট সিটিকে উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে সচেষ্ট থাকবেন।
Home আন্তর্জাতিক সিলেট সিটি নির্বাচনে বিজয়ী মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে বিকল্পধারা ইউকে শাখার নেতাদের অভিনন্দন