শেরপুর প্রতিদিন ডট কম

Home বিনোদন ধূমপান ছাড়ার প্রশ্নে যা বললেন শাহরুখ
ধূমপান ছাড়ার প্রশ্নে যা বললেন শাহরুখ

ধূমপান ছাড়ার প্রশ্নে যা বললেন শাহরুখ

বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উন্মাদনা ও কৌতুহলের শেষ নেই। পর্দায় অভিনয় ক্যারিশমায় বুঁদ হয়ে থাকার পাশাপাশি বাস্তবে তাঁর রসবোধ সম্পন্ন কথাবার্তায় মুগ্ধ ভক্তরা। সম্প্রতি আবারও শাহরুখের সেন্স অব হিউমারের মুগ্ধ হলেন অনুসারীরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, শাহরুখ মাঝে মধ্যে টুইটারে ‘আস্ক এসআরকে’ নামে প্রশ্ন-উত্তর সেশন করে থাকেন। সেখানে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি। নিজের বিষয়ে একাধিক অজানা বা কম জানা তথ্য প্রকাশ্যে আনেন অভিনেতা। ভক্তরাও কম যান না। অনেক সময় তাঁরাও এমন প্রশ্ন করে বসেন কিং খানকে, যে তিনি বিপাকে পড়ে যান।

গতকাল সোমবার ‘আস্ক এসআরকে’ সেশন করেছিলেন শাহরুখ। সেখানে তাঁকে একটু বিপত্তিতে ফেলেন এক ভক্ত। অভিনেতার চেইন স্মোকিংয়ের খবর অনুসারীদের অজানা নয়। তাঁকে ‘আস্ক এসআরকে’ সেশনে জিজ্ঞেস করা হয়, তিনি কি ধূমপান ছেড়ে দিয়েছেন?

শাহরুখও অবশ্য কম যাননি। ভক্তের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হ্যাঁ, সে মিথ্যে বলছে। চারদিকে ধোঁয়ায় আচ্ছন্ন আর তাঁর হাতে ক্যানসার হওয়ার কাঠি।’
বাদশাহর এমন উত্তরে ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েন। একজন লেখেন, ‘এটা লিখে আপনি আমাকে কাঁদালেন। আপনার কখনই খারাপ কিছু হতে পারে না।‘ আরেক ভক্ত লেখেন, ‘দয়া করে এসব বলবেন না। ভয় লাগে। আমি সব সময় প্রার্থনা করি যাতে আপনি সুস্থ থাকেন।’
‘আস্ক এসআরকে’ সেশনে এদিন আরেকজন শাহরুখকে জিজ্ঞেস করেন, এমন কী তাঁর কাছে আছে, অথচ অন্য অভিনেতাদের কাছে নেই? উত্তরে অভিনেতা বলেন, ‘আমার কাছে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, দেবদাস, স্বদেশ, চাক দে ইন্ডিয়া, পাঠান আছে এবং ওম শান্তি ওম আছে। এই ধরনের শো অফ বন্ধ করতে হবে।’
আরেকজন জিজ্ঞেস করেন, জওয়ান ও ডাঙ্কি সিনেমার মধ্যে কোনটি করতে বেশি শারীরিক ঝুঁকি নিতে হয়েছে। উত্তরে শাহরুখ বলেছেন, জওয়ান। পরিচালক অ্যাটলির সঙ্গে গতকাল সিনেমাটি দেখবেন বলেও জানান অভিনেতা।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 9 =