এসএমই বোর্ডের মাধ্যমে পুঁজিবাজারে আসতে যাওয়া এমকে ফুটওয়্যার পিএলসির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয়েছে।
রোববার (১১ জুন) সকাল ১০টায় এ আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ১৫ জুন (বৃহস্পতিবার) বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রতিষ্ঠানটিকে দশ টাকা অভিহিত মূল্যে বাজার থেকে ১০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয়।
এরপর অন্যান্য কার্যক্রম শেষ করে আজ সকাল থেকে কিউআইওর মাধ্যমে ১ কোটি শেয়ার ছেড়ে যোগ্য বিনিয়োগকারীদের থেকে ১০ কোটি টাকা উত্তোলন করছে। পুঁজিবাজার থেকে টাকা নিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয় ও ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।
প্রসপেক্টাস অনুসারে, ২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা। ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরে পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৯৫ পয়সা।